Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ১৭১ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা আবু হাসান এসব তথ্য জানান। এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হবে জাবির ৪৮তম আবর্তন। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১হাজার ৮শ’ ৮৯টি। আর এর বিপরীতে প্রাথমিকভাবে আবেদন করেছেন মোট ৩ লাখ ২২ হাজার ৯শ’ ৪৬ জন ভর্তিচ্ছু। ফলে এবারের ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭১জন ভর্তিচ্ছু। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তি পরীক্ষা কেন্দ্রীক বিস্তারিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

Exit mobile version