জার্মানিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় কনসার্ট বাতিল

232

জার্মানিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জনপ্রিয় সংগীত উৎসব রক অ্যাম রিং-এর প্রথম দিনের আয়োজন হয়নি। দেশটির পশ্চিমাঞ্চলের রিনেলান্দ-পালাতিনেত রাজ্যের নুয়েরবার্গ শহরে শুক্রবার থেকে তিন দিনব্যাপী ওই সংগীত উৎসব আয়োজনের কথা ছিল। কনসার্টটির প্রথম দিনের আয়োজন বাতিলের বিষয়ে আয়োজকরা সংবাদমাধ্যমকে বলেন, সন্ত্রাসী হামলার হুমকির কারণে পুলিশ তাদের অনুষ্ঠানটির আয়োজন বন্ধ করার পরামর্শ দিয়েছে। গত মাসে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে ২২ প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জার্মান পুলিশ এই সতর্কতা দিয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ৮৫ হাজার দর্শকের অংশগ্রহণে কনসার্টটিতে জার্মানির জনপ্রিয় রক ব্যান্ড রামেস্টেইনের সংগীত পরিবেশনের কথা রয়েছে। রয়েছে আরও বেশ কিছু ব্যান্ডের অংশগ্রহণের কথাও। অবশ্য রক অ্যাম রিং-এর ৩০ বছর উদযাপনের এই উৎসবের ফেসবুক ইভেন্ট পেজে আশা করা হয়েছে, শনিবার অনুষ্ঠান আবার শুরু করা যাবে। যদিও পুলিশ শনিবারের বিষয়ে কিছু জানায়নি। গত বছর একই অনুষ্ঠানের আয়োজন বানচাল হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে। সেবার ঘূর্ণিঝড়ে ৩০ জন আহত হয়েছিল, যাদের অনেককেই হাসপাতালে নিতে হয়েছে।