Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

জাপানে স্কুল শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা, নিহত ৩

জাপানের রাজধানী টোকিওর দক্ষিণের একটি শহরে বাসের জন্য অপেক্ষায় থাকা স্কুল শিক্ষার্থীদের ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। কাওয়াসাকি শহরের একটি আবাসিক এলাকার রাস্তায় ছুরির আঘাতে এক স্কুল ছাত্রীসহ অন্তত ১৮ জন জখম হন। এদের মধ্যে ১২ বছরের এক বালিকা ও ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। হামলাকারী ৫০ বছরের ওই ব্যক্তি নিজের গলায় ছুরিকাঘাত করলে পরে তার মৃত্যু হয়। হামলার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে ১৬ জন স্কুলবালিকা বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কিওডো। ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। কাওয়াসাকি অগ্নিনির্বাপন বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৪৪ মিনিটে তাদের জরুরি ফোনকলে জানানো হয়, একাধিক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। এক স্কুল বাস চালক জানিয়েছেন, সকালে কারিতাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। সন্দেহভাজন ওই হামলাকারী অপেক্ষমান শিক্ষার্থীদের সারিতে ঢুকে পড়ে এবং তাদের ছুরিকাঘাত করতে থাকে। পরে সে বাসের ভেতরে থাকা সব শিক্ষার্থীকেও ছুরিকাঘাত করে।

Exit mobile version