জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল চীনের

132

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, ‌‘কম্বোডিয়ায় আয়োজিত আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপান পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিতব্য একটি বৈঠক বাতিল করা হয়েছে’।

নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, তাইওয়ান সম্পর্কে জি-৭ এর যৌথ বিবৃতিতে তীব্রভাবে অসন্তুষ্ট হয়েছে চীন।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানসহ জি-৭ ভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার চীনকে তাইওয়ান প্রণালী ঘিরে উত্তেজনা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে।