জানুয়ারিতেও বাড়ছে না গ্যাসের দাম
আবারো অপরিবর্তিত রইল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ডিসেম্বরের মত জানুয়ারি মাসেও দাম বাড়েনি এলপি গ্যাসের। গতকাল জানুয়ারি মাসের এলপি গ্যাসের মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল সন্ধ্যা থেকে এটি কার্যকর হয়। যদিও দাম অপরিবর্তিত থাকায় এটি বলবতই থাকছে, কার্যকর হওয়ার প্রয়োজন হচ্ছে না। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৪৫৫ টাকায়।