জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

531

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে চিকিৎসক ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ’ এর আয়োজনে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী পাররামকৃষ্ণপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় সহস্্র রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ওমর ফারুক, মেডিসিন বিশেষজ্ঞ গোলাম রাব্বানী, স্নায়ু রোগ বিশেষজ্ঞ রেজা নাসিম আহমেদ, সার্জারি বিশেষজ্ঞ শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, চক্ষু রোগ বিশেষজ্ঞ তোহরুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ আমিনুল ইসলাম, হাড়জোড় বিশেষজ্ঞ ইসমাইল হোসেন, চিকিৎসক নাহিদ ইসলাম, সুজাউদ্দৌলা, শামসুল আলম রাশেদ, ফাবিয়া রহমান, দিলরুবা ইয়াসমিন সহ আরো বেশ কয়েকজন। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন আহ্বায়ক সাইফ জামান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য রহমতউল্লাহ,আব্দুর রাকিব, পারভেজ আহমেদ সহ অনান্যরা। স্বাস্থ্য সেবা ক্যাম্পটি আয়োজনে উপস্থিত থেকে সহায়তা করেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আফসার আলী, পাররামকৃষ্ণপুর উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল খালেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মনিরুজ্জামান, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ‘স্বেচ্ছায় স্বাস্থ্যসেবা গ্রুপ’ সংগঠনের আহ্বায়ক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। ক্যাম্প সমন্বয়কের দায়িত্বে ছিলেন জেলা বিএমএ সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম। আয়োজক চিকিৎসক গোলাম রাব্বানী ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সুন্দর ও সফলভাবে চিকিৎসা ক্যাম্প আয়োজনে সহায়তার জন্য সংশ্লিস্ট সবাইকে ধন্যবাদ জানান।