জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. এমরান হোসেন

352

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। গত কাল জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী ঢাকা থেকে প্রাপ্ত চিঠিতে এই তথ্য জানানো হয়। ড. এমরান, ১৯৭২ সালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা-মৃত একবার আলী ম-ল, মাতা নার্গিস বেগম। তাঁর বর্তমান ঠিকানা সোনার মোড়, চাঁপাইনবাবগঞ্জ। ড. এমরান “হিজরী চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে হাদীস চর্চার প্রকৃতি ও ধারাঃ একটি পর্যালোচনা” শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ২০০৭ সালে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৪ সালের ২৩ মে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে অবস্থিত হাজী এশান মোহাম্মাদ কারিগরি কামিল মাদরাসায় আরবী প্রভাষক পদে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে কামিল শ্রেণির হাদীছ বিভাগের সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১২ সালের ২১ মে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার উপাধ্যক্ষ পদে নিযুক্ত হন। ২০১৪ সালের ১ অক্টোবর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শংকরবাটী হেফজুল উলুম এফ. কে. কামিল মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়া তিনি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পীস প্রজেক্টের মাষ্টার ট্রেইনার হিসেবে সদর উপজেলায় কাজ করছেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ ও ২০১৭তে মাদরাসা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে সনদ প্রাপ্ত হন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর জেলার গ-ি পেরিয়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে সনদ লাভ করেন।