জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
হুইলচেয়ার, ঋণ ও লাঠি বিতরণ এবং সেরা সংগঠন ও সমাজকর্মীকে ক্রেস্ট প্রদান
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও ঋণ বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫।
‘নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার’- এই স্লোগানকে সামনে রেখে জেলা সদরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়সহ উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ওয়াকাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় আইসিটি ল্যাবে কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, অ্যাঞ্জেল গার্ডেনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আব্দুর রাহিম ও মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস। সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফিরোজ কবির।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- কাজ করলে সেই কাজের কিছু ভুলভ্রান্তি হবে। তবে দেখতে হবে আমাদের উদ্দেশ্যটা আসলে কী? তিনি বলেনÑ সরকারের সামাজিক সুরক্ষার যেসকল কর্মসূচি রয়েছে সেগুলোর উপকারভোগী নির্বাচন করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা আছে, সেই হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব আছে তাদেরকে সঠিকভাবে নিয়মনীতির আঙ্গিকে নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে শুধু জনপ্রতিনিধি এককভাবে নয়, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সরকারের নীতিমালা অনুযায়ী যেন আমরা তা করি। এখন আমাদের সুযোগ এসেছে সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করার।
জেলা প্রশাসক বলেনÑ উপকারভোগী নির্বাচনে কিছু বাণিজ্য যে হয়নি তা কিন্তু বলা যাবে না। সকল ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি আগেও হয়েছে। এখন আমাদের সচেতন থাকতে হবে। বৈষম্যবিহীন যন্ত্রণাবিহীন যে নতুন সমাজ গঠনের প্রত্যয়ে জুলাই-আগস্টে ছাত্রভাইদের প্রত্যক্ষ অংশগ্রহণে, তাদের তত্ত্বাবধানে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব-উত্তর বাংলাদেশে আমরা যেন সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা যেন জনবান্ধবভাবে মানুষকে সেবা দিতে পারি, আমাদের সেই চেষ্টা করতে হবে।
বক্তাদের মতামতের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুজনকে হুইলচেয়ার ও কয়েকজনকে ভাতার বই প্রদান করা হয়।
নাচোলেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আড্ডায় আংশ নেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান।
এসময় নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। শেষে ২১ জনের মধ্যে ৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা ও হুইলচেয়ার বিতরণ করা হয়। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আড্ডায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠক ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, আলিনগর প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলী, ডাসকো প্রতিনিধি সুশান্ত চন্দ্র শীল।
আলোচনা শেষে চারজনকে হুইলচেয়ার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজসেবায় অবদান রাখার জন্য উপজেলার ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ৩ জন সমাজকর্মীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনসহ এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্রবিষয়ক মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ, হুইলচেয়ার ও লাঠি বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকৌশলী ছাবের আলী, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ অন্যরা। এছাড়া সমাজসেবা কার্যালয়ের উপকারভোগী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শেষে পল্লী সমাজসেবা-আরএসএস মাতৃকেন্দ্র ও প্রতিবন্ধী ঋণ নিয়ে স্বাবলম্বী তিনজনকে পুরস্কার, ৬ জনকে হুইলচেয়ার ও ৪ জনকে লাঠি দেয়া হয়।