জলাতঙ্ক নির্মূলে আগামী বুধবার হতে চাঁপাইনবাবগঞ্জে কুকুরকে দেয় হবে টিকা

207

২০২২ সালের মধ্যে দেশ হতে জলাতঙ্ক নির্মূলের লক্ষে আগামী বুধবার থেকে চাঁপাইনবাবগঞ্জে শুরু হবে ব্যাপক হারে কুকুরের টিকাদান এমডিভি কার্যক্রম। এ উপলক্ষে আজ শিবগঞ্জে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভেটোনিটর ডা. রাসেদ খান, ইমতিয়াজ উদ্দীন, ডা. আবদুল কাদিরসহ স্থানীয় চিকিৎসকগণ। সভায় উপজেলার ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদফতর, রোগ নিয়ন্ত্রক শাখা, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদফতরের আয়োজনে আগামী বুধবার হতে চাঁপাইনবাবগঞ্জে শুরু হবে এই কার্যক্রম। এদিকে, নাচোল উপজেলায় কুকুরের ঠিকাদান এমডিভি কার্যক্রমের অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নাচোল উপজেলার বিভিন্ন পর্যায়ের জনগণের সাথে অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ইউএইচএ ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাবাসুম তাহরিমাসহ অন্যরা। অন্যদিকে, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার উদ্যোগে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান আলী, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মসফিকুল ইসলাম তারাসহ অন্যান্যরা।