জয়পুরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লিটন গ্রেফতার

জয়পুরহাট জেলার কালাই থানার বহুল আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হাফিজার রহমান লিটন (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। তিনি কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। র‌্যাব জানায়, ২০ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল কালাই থানার বাকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 উল্লেখ্য গত ২ জানুয়ারি ২০২৫ বিকেলে স্থানীয় কৃষক আব্দুল মালেক খান সার দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে কুজাইল মৌজার একটি আলুক্ষেতে তার মরদেহ উদ্ধার হয়।

প্রথমে বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হলেও (ইউডি মামলা নং-০১/২৫, তারিখ ৩ জানুয়ারি ২০২৫), ভিসেরা রিপোর্টে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়। এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কালাই থানায় হত্যা মামলা রুজু করা হয়।

পরবর্তীতে মামলার অধিকতর তদন্তভার সিআইডি জয়পুরহাটকে দেওয়া হয়। তাদের আবেদনের ভিত্তিতে র‌্যাব-৫ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে মূল আসামি লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত লিটনকে সিআইডি জয়পুরহাটের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।