জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি কিশোর আটক

506

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের নিয়ন্ত্রণরেখার কাছ থেকে ১২ বছরের এক পাকিস্তানি কিশোরকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সীমান্ত পার হয়ে ওই কিশোর ভারতে ঢুকে পড়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক পাকিস্তানি কিশোরের নাম আশফাক আলী চৌহান। সে বালুচ রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনা হুসেইন মালিকের ছেলে। তার বাড়ি পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ভীমবের জেলার দুঙ্গের পেল গ্রামে। নিয়ন্ত্রণ রেখার কাছে ‘সন্দেহজনক গতিবিধি’র জন্য তাকে আটক করা হয় বলে ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের আশঙ্কা, নিয়ন্ত্রণ রেখার পেড়িয়ে অনুপ্রবেশের পথ খুঁজতে ও নজরদারি চালাতে পাকিস্তান সেনাবাহিনী ওই কিশোরকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করিয়েছে। সেনাবাহিনী টহল দলের হাতে আটক ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় সেনা জওয়ানরা। পরে তাকে কাশ্মির পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও সেনাবাহিনী জানিয়েছে।