জমির বিরোধে ভাইদের হাতে বোন খু*নের মামলার পলাতক আসামী মা-ছেলে গ্রেপ্তার
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর শান্তিমোড় এলাকায় গত শনিবার সকালে বাড়ির সীমানার জমি নিয়ে বিরোধে আপন চাচাতো ভাইদের ধারাল অস্ত্রের আঘাতে খালেদা বেগম ওরফে শুকমন নামে ৬ মাসের এক কন্যাশিশুর জননী এক গৃহবধু খুনের ঘটনায় দায়ের মামলায় এজাহারনামীয় পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের অরুনবাড়ি বেহুলা গ্রামের মতিউর রহমানের স্ত্রী রফিনা বেগম ও তাঁর ছেলে আব্দুল জলিল। র্যাব জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে অরুনবাড়ি বেহুলা বাজার হতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনা সম্পর্কে বিস্তারিত জাননো হয়।
র্যাব জানায়, নিহত খালেদার স্বামী প্রবাসী। ঘটনার সময় খালেদা পিতা সবুর আলীর বাড়িতে ছিলেন এবং বাড়ির ছাদ ঢালাইকাজ চলছিল। এ সময় পাশে চাচার বাড়ির সীমানা নিয়ে বাক-বিতন্ডা শুরু হলে চাচাতো ভাইরা ধারাল অস্ত্র নিয়ে সবুর আলীকে মারতে উদ্যত হয়। এ সময় খালদা পিতাকে রক্ষা করতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। তখন তাঁকেই ধারাল অস্ত্রের কোপে হত্যা করে ভাইয়েরা। আহত হয় খালেদার পিতা, মা ও বোন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন সবুর আলী। র্যাব আরও জানায়, মামলার পর র্যাব এ ঘটনার ব্যাপারে তৎপরতা শুরু করে ওই ২ আসামীকে গ্রেপ্তারের পর পুলিশের নিকট হস্তান্তর করেছে।