‘জন্মভূমির বদন যেন মলিন না হয়’

93

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে লোকাল গভার্নমেন্ট অ্যাওয়ার্ড পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ অংশগ্রহণ করেন। সভার শেষ পর্যায়ে “ধনধান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা… দেশাত্মবোধক গানটি শোনানো হয়। এসময় সকলেই দাঁড়িয়ে গানের সুরে সুর মিলানোর চেষ্টা করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।
স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন-আমাদের প্রিয় জন্মভূমির বদন যেন মলিন না হয়। সকলের মধ্যে যেন দেশপ্রেম থাকে। আপনারা যারা জনপ্রতিনিধি, যারা সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন তারা জনগণের পাশেই থাকবেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন। স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলবেন। বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ করবেন। সঠিক বর্জ্যব্যবস্থাপনার মাধ্যমে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আনিছুর রহমান।