জনসচেতনতা সৃষ্টির লক্ষে ইমামদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ইফার কর্মশালা

81

সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্তাস-জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা ১১টায় ইমমাদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এ.এম. ফজল-ই-খুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেনÑ আমাদের সমাজে মানুষ ইমামদের অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করেন। কাজেই সম্মানিত ইমামগণ মসজিদে মসজিদে মুসল্লিদের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ এবং সামাজিক সমস্যার বিষয়ে আলোচনা করেন তাহলে তারা সচেতন হবেন। মাদক থেকে দূরে থাকবে, সমাজে শান্তি বজায় থাকবে।