জনশুমারির আগে হবে লিস্টিং অপারেশন

153

আগামী বছরের ২ থেকে ৮ জানুয়ারি সারা দেশে একযোগে জনশুমারি ও গৃহগণনা হবে। মূল শুমারির আগে হবে লিস্টিং অপারেশন। এর পাশাপাশি প্রতিটি খানার জন্য একটি ইউনিক হাউজহোল্ড আইডি দেয়া হবে। সম্প্রতি জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের পরিচালক (পিডি) মো. জাহিদুল হক সরদার এসব তথ্য জানিয়েছেন। জাহিদুল হক সরদার বলেন, প্রথমবারের মতো মাল্টিমোড পদ্ধতিতে (মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ, ড্রপ অ‌্যান্ড পিক, পেপার বেইজড, কল সেন্টার) তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো সীমিত আকারে ই-সেন্সাস পরিচালনা করা হবে। ই-সেন্সাসে যারা তথ্য দিতে আগ্রহী তাদেরকে হাউজহোল্ডের আইডি দিয়ে তথ্য দিতে হবে। তবে কেউ যদি ই-সেন্সাসে জনশুমারির তথ্য দিতে না চান তাহলে আমাদের লোক প্রশ্নপত্র নিয়ে ফরম পূরণ করে আনবে।

এবারের শুমারিতে প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরও গণনায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, আমরা এবার পাঁচটি পদ্ধতিতে শুমারির কাজ পরিচালনা করব। শুমারির কাভারেজ বৃদ্ধির জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ‌্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চলতি বছরের ১৭ মার্চ রাজধানীসহ সারা দেশে ৬৪টি জেলায় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ক্ষণগণনা শুরু করা হবে।