জনপ্রিয় মার্কিন গায়ক একন ভারতে কনসার্টে হেনস্তার শিকার

জনপ্রিয় মার্কিন গায়ক একন বর্তমানে ভারত ভ্রমণ করছেন। এই সফরে কয়েকটি কনসার্ট করার কথা ছিল একনের। গত ৯ নভেম্বর ভারতে তার এই সফর শুরু হয়। তবে এবার ভারতে একনের ভাগ্য খুব একটা ফলপ্রসূ নয়। ব্যাঙ্গালুরুতে নিজের কনসার্ট চলাকালে তাইতো হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় এই মার্কিন গায়ক। গত শুক্রবার ১৪ নভেম্বর ব্যাঙ্গালুরুতে তার কনসার্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। জানা যায়, ব্যাঙ্গালুরুর অনুষ্ঠানস্থলের ভিআইপি আসনের সামনে দাঁড়িয়ে গাইছিলেন একন। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, গায়ক গান গাইতে গাইতে বারবার তার প্যান্ট টেনে তোলার চেষ্টা করছেন। ভিডিও ফুটেজ অনুযায়ী, ওই সময় একদল অতি-উচ্ছ্বসিত অনুরাগী তাকে জোর করে মঞ্চের দিকে বা দর্শকদের ভিড়ের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে তারা গায়কের প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেন। এই বিব্রতকর পরিস্থিতিতেও গায়ক মাথা গরম না করে গান চালিয়ে যান। তবে ভিডিওতে তার অস্বস্তি বেশ স্পষ্ট ছিল। পরিস্থিতির শিকার হয়েও তিনি গান বন্ধ করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভারতীয় দর্শকদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মন্তব্য বিভাগে এই অনৈতিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছে।