জনগনের সাথে দূরত্ব কমাতে ওসিদের তাগিদ দিলেন পুলিশ প্রধান

285

জনসাধারণ থানায় আসতে যাতে ভয় না পায়, জনসাধারণের সাথে পুলিশের সুসম্পর্ক সৃষ্টি করতে হবে। জনগনের কথা শুনতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোন ওসি যদি মনে করেন তিনি থানার সাহেব, তাহলে তাকে আমরা চাই না। শিবগঞ্জে আজ শিবগঞ্জ থানার নবনির্মিত নতুন থানা ভবনের উদ্বোধনের পর দুপুরে শিবগঞ্জ স্টেডিয়ামে মাদক ও জঙ্গিবার বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক এ সব কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষ পুলিশকে ভয় পায় তখন দালালের কাছে যায়, ফলে ওই দালাল পুলিশের কাছেও সুবিধা নেই, ভুক্তভোগীর কাছেও সুবিধা নেই, এ পরিস্থিতি পাল্লাতে জনগনের সাথে পুলিশের যে দূরত্ব তা দূর করতেই কমিউনিটি পুলিশিং এ কার্যক্রম শুরু হয়েছে। তিনি সাধারণ বিরোধ সমাধানের উদ্যোগ নেয়ার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির প্রতি আহ্বান জানান। কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এম খুরশিদ হোসেন, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক রুহুল আমীন, সদস্য সচিব সামিউল হক লিটনসহ অনেকেই বক্তব্য দেন। এর আগে সকলে শিবগঞ্জ থানা ভবনের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। জরাজীর্ণ থানা ভবন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগেঞ্জ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নতুন থানা ভবন নির্মাণ করে গণপূর্ত বিভাগ।