Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

জটিল রোগে আক্রান্ত শিশু তাসমিমাকে ৫০ হাজার টাকা দিল গ্রামীণ ট্রাভেলস

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোল্লাডাঙ্গা গ্রামে জটিল রোগে আক্রান্ত শিশু তাসমিমার চিকিৎসার জন্য এগিয়ে এসেছে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাভেলস। আজ শনিবার শিশুটিকে আর্থিক অনুদান প্রদান করেছে তারা।
দুপুরে শিশু তাসমিমার বাড়িতে গিয়ে তার অসহায় দিনমজুর পিতা তোজাম্মেল হক ও মা লাভলি খাতুনের হাতে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শহীদুল হুদা অলক,  আব্দুল হান্নান, গ্রামীণ ট্রাভেলসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জটিল রোগে আক্রান্ত শিশু তাসমিমার জন্মের পর মাথা বড় হতে শুরু করে। সাম্প্রতিক সময়ে তা অস্বাভাবিক আকার ধারণ করেছে। নিষ্পাপ শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার চিকিৎসার জন্য গ্রামীণ ট্রাভেলসের পক্ষ প্রয়োজনীয় আরো সহায়তার আশ্বাস প্রদান করা হয়।

Exit mobile version