ছয় গোলের ম্যাচে জেতেনি ম্যানসিটি-টটেনহামের

50

শুরুতেই এগিয়ে গেল টটেনহাম। পিছিয়ে পড়লেও দ্রুতই ম্যাচে ফিরে আসে ম্যানচেস্টার সিটি। এরপর দুইবার এগিয়ে যায় পেপ গার্দিওলার দল কিন্তু দুইবারই ম্যাচে দারুণভাবে ফিরে আসে টটেনহাম৷ এতে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলে। ১৪ ম্যাচে ৯ জয়, ৩ ড্র ও ২ হারে ৩০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ৩১ পয়েন্টে দুইয়ে লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই টটেনহামকে এগিয়ে নেন সন হিউং মিন। তিন মিনিট পরে সেই সনের আত্মঘাতী গোলেই ম্যাচে ফেরে ম্যানসিটি। ৩১ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে প্রথমবার এগিয়ে যায় গার্দিওলার দল। এই অর্ধে আর ম্যাচে ফিরতে পারেনি স্পার্সরা। মধ্য বিরতি থেকে ফিরেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৬৯ মিনিটে পেয়ে যায় সমতা ফেরানো গোলটিও। সনের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জিওভানি লো সেলসো। এরপর জমে ওঠে ম্যাচ। ৮১ মিনিটে জ্যাক গ্রিয়েলিশ জাল খুঁজে পেলে আবারো এগিয়ে যায় সিটি। তবে টটেনহাম হাল ছাড়েনি। ৯০ মিনিটে আবারো সমতা ফেরায়। জনসনের ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান কুলুসেভস্কি। তাতে ম্যানসিটির কাছ থেকে জয় ছিনিয়ে নেয় টটেনহাম।