ছুটির দিনে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস


বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। ছুটির দিনে আজ সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। আজ আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬২। পাশাপাশি তালিকার শীর্ষ ২ ও ৩ নম্বরে অবস্থান করছে যথাক্রমে প্রতিবেশী ভারতের দিল্লি ও কলকাতা। এরমধ্যে দিল্লির স্কোর ২০৩ ও ১৭১ স্কোর কলকাতার। এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৯ নম্বরে ১৫৫ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা।