ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
টানা তৃতীয় দিনের মতো বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা শীর্ষে। আজ সকাল ৯টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়, ১৯৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ১৮০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর। এছাড়াও ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ অস্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু। এর পাশাপাশি ১৭৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে ভারতের দিল্লি।