চাঁপাইনবাবগঞ্জে ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আন নাসিহা ফাউন্ডেশন। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় এই উপকরণ বিতরণ করা হয়। শতাধিক শিশুর হাতে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামাম উল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন— আন নাসিহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, আন নাসিহা ফাউন্ডেশনের পিআরও কর্মকর্তা সেলিম রেজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আন নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ভবিষ্যতেও তারা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখবে।