ছাড়পত্র নাটকে সুমাইয়া শিমু

600

অনাগত সন্তান নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন সুমাইয়া শিমু। আট বছরের সংসার শিমু-দিনার দম্পতির। তাদের কোনো সন্তান নেই। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দিনারকে গর্ভবতী হওয়ার খবর দেন শিমু। আনন্দে ভরে যায় পুরো সংসার। কিন্তু হঠাৎ শিমুর মাঝে একটা পরিবর্তন দেখা যায়। তিনি একাকী কথা বলতে থাকেন। এ নিয়ে দ্বিধায় পড়ে যান দিনার। প্রশ্ন উঠে কার সঙ্গে কথা বলেন শিমু। পরে জানা যায় তিনি তার গর্ভে থাকা অনাগত সন্তানের সঙ্গে কথা বলে। এই শহরের নানান অসঙ্গতি ও সমস্যা গর্ভে থাকা সন্তান তার মাকে জানায়। সে এমন অনিরাপদ শহরে আসতে চায় না। কিন্তু মা তাকে বুঝিয়ে বলে এত মানুষের শহরে তো একটু সমস্যা থাকবেই। ঘটনার একপর্যায়ে মা হন শিমু। আনন্দের সীমা থাকে না যেন শিমু-দিনার দম্পতির। টিভি নাটকের এই দুই তারকাকে নিয়ে নির্মিত নাটক ‘ছাড়পত্র’তে এমনই গল্প দেখা যাবে। সমপ্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। শিমু-দিনার ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নুসরাত জাহান নিপা, প্রণব সরকারসহ অনেকে। রচনা ও পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর। তিনি বলেন, নাটকটিতে এই শহরের নানা সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের পরের প্রজন্ম আসলে কতটা নিরাপদ সেই বিষয়টি গল্পে দেখানো হবে। শিমু আপু মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে। আসছে ঈদুল ফিতরে ‘ছাড়পত্র নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।