ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে চিকিৎসা ও পূনর্বাসনে অনুদান
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের লঠিচার্জে পায়ের নীচে আঘাত পেয়ে আহত রাজশাহী কলেজের ছাত্র আসমাউল হুসনাকে নগদ ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তিনি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদীঘি এলাকার ইনজামাম হকের ছেলে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির সদর দপ্তরে এক অনুষ্ঠানে আসমাউলকে চিকিৎসা ও পড়াশোনা বাবদ এই অনুদানের অর্থ তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এসময় অধিনায়ক বলেন, ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আহত কয়েকজন ছাত্রের খোঁজ পাওয়া গেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশে তাঁদের চিকিৎসা,পড়াশোনা ও পূনর্বাসনে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আসমাউলকে সাহায্য করা হল। তাঁর জন্য এই সাহায্যই শেষ নয়। বিজিবি সর্বদাই তাঁর খোঁজ রাখবে ও প্রয়োজনে সাহায্য করবে। বিজিবি সর্বদাই বিভিন্ন সামজিক কর্মকান্ড নিয়ে সীমান্তবর্তী জন সাধারণের পাশে ও সাথে রয়েছে বলেও জানান অধিনায়ক। আহত ছাত্র আসমাউল বিজিবির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,গত ২২ জুলাই সোনামসজিদে শান্তিপূর্ণ মিছিল করার সময় পালাতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হন। এরপর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে। এখনও কলেজে যাতায়াত তাঁর জন্য কষ্টকর। তিনি আশা করেন, বিজিবি অনান্য আহতদেরও পাশে থাকবে।
অনুদান প্রদান অনুষ্ঠানে ৫৯ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইমরুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।