ছবি যাচ্ছে তেহরানের উৎসবে শুটিং শুরু ২০১৭ তে, শেষ ২০২৩ এ

50

গল্পটা ছিলো মুক্তিযুদ্ধভিত্তিক। শুরুতে ছবিটির বাজেটও ছিলো প্রায় সাড়ে তিন কোটি টাকা। কিন্তু সহ-প্রযোজক হিসেবে যার যুক্ত হওয়ার কথা ছিলো, তিনি শেষমেষ আর সঙ্গে থাকেননি। তাই ধ্রুব হাসানকেই পুরো সিনেমাটি শেষ করতে হয়েছে। খানিকটা চড়াই উৎরাই পেরিয়ে ‘ফাতিমা’ ছবিটি শেষ করেছেন পরিচালক ধ্রুব হাসান। নির্মাণ শেষে একেরপর এক মিলছে সুখবর। সবশেষ খবর হলো, ছবিটি আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ইরানের ফজর আন্তর্জাতিক চলচিত্র উৎসব এর ৪২তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ছবিটির। ২০১৭ সালে শুরু করেছিলেন সিনেমাটির শুটিং। তারপর একটু একটু করে প্রতি বছর। মাঝে অবশ্য করোনার কারণে বছর দুয়েক শুটিং করা হয়নি। সবশেষ ২০২৩ এ এসে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। ছবিটির পরিচালক জানান, শুরুতে এটির নাম ছিলো দাহকাল। এ কারণে গল্পে মুক্তিযুদ্ধ যেমন আছে তেমনি আছে একটা মেয়ের এগিয়ে যাওয়ার গল্প। আর এই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। কিন্তু তাসনিয়া যখন সিনেমাটির সঙ্গে যুক্ত হন তখন এই সময়ের মতো জনপ্রিয় ‘তারকা’ হয়ে ওঠেননি। টুকটাক মডেলিং করতেন। সেই হিসেবে বলা যায় ‘ফাতিমা’ সিনেমাটিই তাসনিয়ার প্রথম সিনেমা। আমি আসলে বিজ্ঞাপন নির্মাণ করি। সেই সুত্রে ওই সময় ফারিনের সঙ্গে পরিচয়। আমার কাছে মনে হয়েছে এই চরিত্রের জন্য ফারিন পারফেক্ট। এ কারণেই ওই সময় ঝুঁকিটা নিয়েছিলাম। আমার সিদ্ধান্তটা যে সঠিক ছিলো সেটা কাজটা শুরুর পরই বুঝেছি। ফাতিমা ছবির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গায়ক পান্থ কানাই। পরিচালকের ভাষায়,‘উনি এত সাবলীল অভিনেতা এবং এত দূর্দান্ত অভিনয় করেন সেটা দর্শক দেখলেই বুঝবেন। ফারিন ও পান্থ কানাই ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্ধোপাধ্যায়, আয়শা মণিকাসহ আরও অনেকে। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন, এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ এবং শাকিল আহমেদ। আগামী ১ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৪ এ তেহরান শহরে শুরু হচ্ছে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪২ তম আসর। মর্যাদাপূর্ণ এই উৎসবের ইস্টার্ণ ভিস্তা বিভাগে প্রতিযোগিতা করবে বাংলাদেশের এই ছবি। এর আগে ছবিটি আমেরিকার অরল্যান্ডো এবং ইন্ডি গেদারিং ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়; তবে এই প্রথম তেহরানে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এই উৎসবে জয়া আহসান অভিনীত ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’ অংশ নিচ্ছে।