ছত্রাজিতপুরে র্যাবের অভিযানে শিবগঞ্জে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা গোঠাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫) ও মৃত আলতাফ হোসেনের ছেলে মো. তেজামুল (৪২)।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান ও তেজামুলকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।