Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লেন ওকস

ইনজুরির কারণে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিলেন ইংল্যান্ড পেসার ক্রিস ওকস। বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ চলাকালীন সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়লে টুর্নামেন্ট থেকে ওকস নিজের নাম প্রত্যাহার করে নেন বলে ইংল্যান্ড এ- ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে। লন্ডনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে ইংল্যান্ড। দলের হয়ে বোলিং উদ্বোধন করেন ওকস। নিজের প্রথম ওভারে কোন রান দেননি তিনি। তবে দ্বিতীয় ওভারে ৩ রান দেন ওকস। ঐ ওভারেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এ ডান-হাতি পেসার। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ওকসের ইনজুরির বিষয়ে ইসিবি আজ এক বিবৃতিতে জানায়, ‘স্ক্যান রিপোর্টে দেখা গেছে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাম সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন ওকস।’
‘এই ইনজুরির কারণে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারবেন না তিনি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘টুর্নামেন্টের বাকি সময়ের এ পেসারের পরিবর্তে কাউকে নেয়ার বিষয়টি যথাসময়ে জানানো হবে।’আগামী ৬ জুন কার্ডিফের সোপিয়া গার্ডেন্সে ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

Exit mobile version