চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ডলার

466

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পবে ২২ লাখ মার্কিন ডলার। গত আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২০ লাখ ডলার।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারে আসরের প্রাইজমানির কথা জানায় আইসিসি। সব মিলিয়ে দলগুলোকে ৪৫ লাখ ডলার প্রাইজমানি দেবে আইসিসি। গত টুর্নামেন্টের চেয়ে মোট প্রাইজমানি বেড়েছে ৫ লাখ ডলার। চার বছর পর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বা মোট প্রাইজমানি, কোনোটিরই বাড়ার হার খুব দারুণ কিছু নয়।
এবার রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, ১১ লাখ ডলার। গত টুর্নামেন্টেও রানার্সআপের প্রাইজমানি ছিল চ্যাম্পিয়ন দলের অর্ধেক।
সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল এবার পাবে সাড়ে ৪ লাখ ডলার করে। গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থেকে যাওয়া দল পাবে ৯০ হাজার ডলার। আর গ্রুপে শেষ স্থানে থাকা দল পাবে ৬০ হাজার ডলার।
আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে এবারের আসর। ইংল্যান্ডের এজবাস্টন, ওভাল ও ওয়েলসের কার্ডিফে হবে এবারের ম্যাচগুলি।