চ্যাম্পিয়নস লিগে মেসির জোড়া রেকর্ড

142

চোটের কারণে মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। মাঠে ফেরার পর গ্রহের অন্যতম সেরা এ তারকা যেন আরও বেশি পরিনত। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আর ওই এক গোলেই বার্সেলোনা অধিনায়ক গড়ে ফেললেন নতুন এক রেকর্ড, স্পর্শ করলেন আরেকটি। স্লাভিয়া প্রাহার মাঠে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচের তৃতীয় মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। আর্থাররের কাছ থেকে ফিরতি পাস পেয়ে প্লেসিং শটে বেলজিয়ামের ক্লাবটির জালে বল পাঠান বার্সেলোনা সুপারস্টার। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ আসরে গোল করার অনন্য কীর্তি গড়েন মেসি। এই রেকর্ডের সঙ্গে আরও একটি রেকর্ড ছুঁয়েছেন মেসি। প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বাধিক ৩৩টি দলের বিপক্ষে গোল করার রেকর্ডের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল গনসালেসের পাশে বসলেন মেসি। চলতি মৌসুমে এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের মোট তিনটি গোল হয়েছে।