চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ; নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

অপেক্ষায় পালা শেষে পর্দা উঠলো চ্যাম্পিয়নস ট্রফির। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান। আজ করাচিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।নিজেদের ঘরের মাঠে ২৯ বছর পর আইসিসির টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট স্বাগতিক দেশটি।অন্যদিকে, নিউজিল্যান্ডের দলে নেই অন্যতম পেসার লকি ফার্গুসন। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই কিউই পেসার। তবুও বেশ আত্মবিশ্বাসী তারা। চ্যাম্পিয়নস ট্রফির আগে অনুষ্টিত ত্রিদেশীয় সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।

পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তৈয়ব তাহির, খুশদীল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়োং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, ড্যারি মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রুর্ক।