চেলসি জয়ে ফাইনালে

55

ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ব্লু’দের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠায় মিডলব্রো’র ইংলিশ মিডফিল্ডার জনি হোওসন। ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান চেলসির আর্জেন্টাইন উইঙ্গার এনজো ফার্নান্দেজ। ৩৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফরাসি ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসি। ৪২ ও ৭৭তম মিনিটে জোড়া গোল করেন ইংলিশ উইঙ্গার কোল পালমার। দুঃসময় পেছনে ফেলার চেষ্টায় রয়েছে চেলসি। প্রিমিয়ার লীগ টেবিলের নয়ে থাকা ব্লু’রা লীগে পেয়েছে টানা ৩ জয়। ইংলিশ লীগ কাপের সেমিফাইনালে প্রথম লেগের ধাক্কা সামলে এবার মাউরিসিও পচেত্তিনোর দল দ্বিতীয় লেগে পেয়েছে বড় জয়। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে ইএফএল কাপের সেমির দ্বিতীয় লেগে মিডলসব্রো এফসিকে ৬-১ গোলে হারায় চেলসি। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে পৌঁছে ‘ম্যান ইন ব্লু’রা। আর বড় জয়ে রেকর্ড গড়েছে চেলসি। ৮১তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন ইংলিশ উইঙ্গার ননি মাদুকে। আর ৮৮তম মিনিটে একটি গোল শোধ করেন মিডলসব্রো’র ইংলিশ ফরোয়ার্ড মরগ্যান রজার্স। কারাবাও কাপের ইতিহাসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির পাওয়া ৬-১ ব্যবধানের জয়টি সর্ববৃহৎ জয়। এর আগের রেকর্ডটি ছিল লিভারপুলের। ২০০১ সালে ক্রিস্ট্যাল প্যালেসের বিপক্ষে সেমির দ্বিতীয় লেগে ৫-০ ব্যবধানের জয় পেয়েছিল অলরেডরা। চেলসির আগে আরো দুই ইংলিশ ক্লাবের দায়িত্ব সামলেছেন দলটির বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো। সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পারের কোচ ছিলেন এই আর্জেন্টাইন। তবে কোনো ক্লাবের হয়ে ইংলিশ ফুটবলের কোনো শিরোপা জিততে পারেননি পচেত্তিনো। এবার কারাবাও কাপে চেলসির হয়ে গেরো খুলতে চান তিনি। মিডলসব্রোকে বিধ্বস্ত করার পর পচেত্তিনো বলেন, ‘আমি এখানে (ইংল্যান্ডে) একটি শিরোপা জিততে চাই। চেলসিতে যোগ দেয়ার আগে এক বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ ছিলেন পচেত্তিনো। সেই ক্লাবের হয়েও শিরোপা জিতেছেন তিনি। পচেত্তিনো বলেন, ‘প্যারিসে দেড় বছরে তিনটা শিরোপা জিতেছিলাম। এখন এখানে একটি শিরোপা জিততে চাই। আমি একটা ট্রফি পেতে উদগ্রীব হয়ে আছি।ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ব্লু’দের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠায় মিডলব্রো’র ইংলিশ মিডফিল্ডার জনি হোওসন। ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান চেলসির আর্জেন্টাইন উইঙ্গার এনজো ফার্নান্দেজ। ৩৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফরাসি ডিফেন্ডার অ্যাক্সেল দিসাসি। ৪২ ও ৭৭তম মিনিটে জোড়া গোল করেন ইংলিশ উইঙ্গার কোল পালমার। দুঃসময় পেছনে ফেলার চেষ্টায় রয়েছে চেলসি। প্রিমিয়ার লীগ টেবিলের নয়ে থাকা ব্লু’রা লীগে পেয়েছে টানা ৩ জয়। ইংলিশ লীগ কাপের সেমিফাইনালে প্রথম লেগের ধাক্কা সামলে এবার মাউরিসিও পচেত্তিনোর দল দ্বিতীয় লেগে পেয়েছে বড় জয়। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে ইএফএল কাপের সেমির দ্বিতীয় লেগে মিডলসব্রো এফসিকে ৬-১ গোলে হারায় চেলসি। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে পৌঁছে ‘ম্যান ইন ব্লু’রা। আর বড় জয়ে রেকর্ড গড়েছে চেলসি। ৮১তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন ইংলিশ উইঙ্গার ননি মাদুকে। আর ৮৮তম মিনিটে একটি গোল শোধ করেন মিডলসব্রো’র ইংলিশ ফরোয়ার্ড মরগ্যান রজার্স। কারাবাও কাপের ইতিহাসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির পাওয়া ৬-১ ব্যবধানের জয়টি সর্ববৃহৎ জয়। এর আগের রেকর্ডটি ছিল লিভারপুলের। ২০০১ সালে ক্রিস্ট্যাল প্যালেসের বিপক্ষে সেমির দ্বিতীয় লেগে ৫-০ ব্যবধানের জয় পেয়েছিল অলরেডরা। চেলসির আগে আরো দুই ইংলিশ ক্লাবের দায়িত্ব সামলেছেন দলটির বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো। সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পারের কোচ ছিলেন এই আর্জেন্টাইন। তবে কোনো ক্লাবের হয়ে ইংলিশ ফুটবলের কোনো শিরোপা জিততে পারেননি পচেত্তিনো। এবার কারাবাও কাপে চেলসির হয়ে গেরো খুলতে চান তিনি। মিডলসব্রোকে বিধ্বস্ত করার পর পচেত্তিনো বলেন, ‘আমি এখানে (ইংল্যান্ডে) একটি শিরোপা জিততে চাই। চেলসিতে যোগ দেয়ার আগে এক বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ ছিলেন পচেত্তিনো। সেই ক্লাবের হয়েও শিরোপা জিতেছেন তিনি। পচেত্তিনো বলেন, ‘প্যারিসে দেড় বছরে তিনটা শিরোপা জিতেছিলাম। এখন এখানে একটি শিরোপা জিততে চাই। আমি একটা ট্রফি পেতে উদগ্রীব হয়ে আছি।