চীনে বন্যায় নিহত ১৫, ঘরহীন ৩ লাখ

440

চীনের দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে চলা বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুয়ানশি এলকায় বৃষ্টির কারণে ৭ হন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও তিন জন। ২৩ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আর পাশেই হুনান প্রদেশে মারা গেছেন আটজন। ঘর ছেড়েছেন ৩ লাখেরও বেশি বাসিন্দা। চীনের আবহাওয়ার অফিস জানায়, আগামি কয়েকদিন এই বৃষ্টি থাকবে।