চীনে টর্নেডোর আঘাতে ১২ জনের প্রাণহানি

82

চীনে একের পর এক টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন ১২ জন। এতে ৩০০ এর বেশি মানুষ আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ এ খবর প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গতকার রাতে চীনের উহান শহরে টর্নেডোর আঘাতে মারা গেছে ৮ জন। শেংজে শহরে মারা গেছে আরও ৪ জন।

স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানায়, সন্ধ্যা ৭টায় প্রথম টর্নেডো আঘাত হানে শেংজে শহরে। টর্নেডোর আঘাতে ঘর-বাড়ি, কলকারখানার ক্ষতি সাধিত হয় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাটি। শেংজেতে ৪ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে।

রাত ৮টা ৪০ মিনিটে আরকেটি টর্নেডো আঘাত হানে উহানে। ওই সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৮৬ কিলোমিটার। টর্নেডোতে দুই ডজনের বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ২৬ হাজার ঘরবাড়ি। উহানে ৮ জন নিহত এবং ২৩০ জন আহত হয়।