Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চীনের পাঁচ কম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

চীনের পাঁচটি কম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তার দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসনের বাণিজ্য বিভাগ বলছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে ওই কম্পানিগুলো রাশিয়ার ‘উদ্বেগজনক সংস্থাগুলোকে’বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল। হামলা শুরুর পরেও তারা নিষেধাজ্ঞা তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরবরাহ চুক্তি অব্যাহত রেখেছে। বিভিন্ন দেশের মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকায় রেখেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ২৫টির চীনা সংযোগ রয়েছে।

Exit mobile version