চীনা প্রেসিডেন্ট জিনপিং নওয়াজকে এড়িয়ে গেলেন

466

পাকিস্তানের জন্য এটি একটি বড়সড় ধাক্কা। সবসময়ের সঙ্গী পাকিস্তানকে সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন চীন। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখোমুখি হতে অস্বীকার করলেন চীনের প্রেসিডেন্ট জি জিংপিং। বালোচিস্তানে দুই চীনা নাগরিক খুন হওয়ার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন সেরে সদ্য আস্তানা থেকে ফিরেছেন নওয়াজ শরিফ। সেখানে তার সঙ্গে কাজাখিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়নি তার। চীনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জিংপিং-এর সঙ্গে কাজাখিস্তান, রাশিয়ার প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। বালোচিস্তানে অপহƒত হওয়ার পর দুই চীনা নাগরিককে হত্যা করা হয়েছে। আর এতে যে চিনের সাধারণ মানুষ ক্ষিপ্ত, তারই প্রতিফলন হল জিংপিং-এর এই প্রতিক্রিয়া। পাকিস্তানে দুই অপহƒত চীনা নাগরিককে আইএস জঙ্গিরা হত্যা করেছে বলে জানা গেছে। আর এই ঘটনায় রীতিমত উদ্বেগ প্রকাশ করল চীন। এক বিবৃতিতে চীনা বিদেশ মন্ত্রালয়েরর মুখপাত্র হুয়া চুনিং বলেন, এ ব্যাপারে প্রকাশিত খবর আমাদের নজরে এসেছে। আমরা গভীর উদ্বিগ্ন। প্রসঙ্গত, ইসলামিক স্টেট-এর সঙ্গে যুক্ত আমাক নিউজ এজেন্সি-র দাবি, পাকিস্তানে দুই চীনা নাগরিককে অপহরণ, খুন করেছে ওই জঙ্গি সংগঠন। গত মাসে বালোচিস্তানে অপহƒত হন চীনা ভাষা পডাতে আসা এক দম্পতি। তৃতীয় এক চীনা নাগরিক কোনওক্রমে অপহরণকারীদের হাত থেকে বেঁচে যান। অপহরণে বাধা দিতে গিয়ে গুলিতে আহত হন এক পথচারী।