চিলির কপার খনিতে আটকে পড়াদের সবাই নিহত
চিলির এল টেনিয়েন্ট কপার খনিতে ভয়াবহ ভূমিকম্পের পর টানেলে আটকে পড়া সব শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। গতকাল দেশটির আঞ্চলিক প্রধান কৌঁসুলি অ্যাকিলিস কুবিলোস এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। চিলির রাষ্ট্রীয় খনিখনন সংস্থা কোডেলকো পরিচালিত এল টেনিয়েন্ট খনিটি বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ তামার খনি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় একটি ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে খনির কিছু টানেল ধসে পড়ে। ভূমিকম্পের পর প্রথমেই একজন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এরপর উদ্ধার অভিযান চলাকালে শনিবার ও রোববার সকালে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আটকে পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৬ জনে।