Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চিন্তা করেই যোগাযোগ করা যাবে, এমন প্রযুক্তি আনবে ফেসবুক

 জায়ান্ট সামাজিক যোগাযোগ্য মাধ্যম ফেসবুক নিত্য নতুন ফিচার দিয়ে তাদের ব্যবহারকারীদের চমকে দিয়ে আসছে। এবারো তারা নতুন প্রযুক্তি নিয়ে আসার জন্য গবেষণা শুরু করেছে।
শুধু চিন্তা করে কিংবা স্পর্শ করেই মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে। পরস্পরের সাথে যোগাযোগের এখনকার মতো লেখালেখি কিংবা কথা বলার প্রয়োজনই হবেনা। মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম কিংবা স্পর্শ বুঝতে সক্ষম প্রযুক্তি নিয়ে আসতেই গবেষণা চালাচ্ছে ফেসবুক।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান জোসে সফটওয়্যার নির্মাতাদের এক সম্মেলনে তেমনটিই ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ছয়মাস হলো নতুন প্রযুক্তি নিয়ে ৬০ জনের একটি গবেষক দল কাজ করছে বলেও বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গবেষকরা মূলত চেষ্টা করছে মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম হবে এমন প্রযুক্তি উদ্ভাবনের।
কোম্পানিটি বলছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত কম্পিউটার যোগাযোগই একসময় সাধারণ যোগাযোগ মাধ্যমে পরিণত হবে। আর এ প্রযুক্তির মাধ্যমে বিশেষ ভাবে উপকৃত হবে যারা দৃষ্টি শক্তিহীন তারা। তখন তারা টাইপ না করেই লিখতে পারবে, এমনটি অন্যের কাছে পাঠাতে পারবে।
 সূত্রঃ দৈনিক ইত্তেফাক
Exit mobile version