চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি

425

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে সিঙ্গাপুর গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, রোববার দুপুর দেড়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে বিদায় জানান। এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, তিনবাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গত শনিবার জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ। চিকিৎসা শেষে আগামি ১২ অগাস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত ২৪ এপ্রিল চিকিৎসার জন্য লন্ডন এবং সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন রাষ্ট্রপতি।