চার প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিল বাপসা

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের ৪জন প্রশাসনিক কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। সংগঠনটির জেলা সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, বাপসা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মুকুল হোসেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউর রহমান, ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আকবর আলী, গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুল করিমসহ অন্যরা। সম্প্রতি শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহা. আব্দুল খালেক, উজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমেদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহা. মুনসুর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন অবসরে গেছেন।