চারটি দিবস সামনে রেখে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

102

আগামী ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেনÑ জাতীয় সংসদে সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। খসড়া কর্মসূচি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কু-ু, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, শিক্ষক, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
দিবস চারটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।