Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপানবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনয়নের ঘুঘুডিমা গ্রামের এবং সিএনডিএস ন্যাশনাল প্রাইভেট স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র জিহাদ আলী বজ্রপাতে নিহত হয়েছে। আজ দুপুর আড়ায়টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জিহাদ নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। তার মা নিলুফা ইয়াসমিন কাতারে কর্মরত এবং বাবা জবদুল হক রহনপুরে থাকেন। দুপুরে ডাংগা পাড়া মাঠে জমির কাজ করার সময় বজ্রপাত হলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে জিহাদের মরদেহ উদ্ধার করে। গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিঞা তাৎক্ষণিকভাবে বজ্রপাতে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।

অন্যদিকে, সদর উপজেলায় আম কুড়োতে গিয়ে বজ্রপাতে সোহরাব আলী বিশ্বাস ওরফে ভদু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মহারাজপুর ইউনিয়নের টিকরা গ্রামের মৃত. শামসুদ্দিন বিশ্বাস ওরফে সামসু দফাদারের ছেলে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টিসহ বজ্রপাতের সময় বাড়ির নিকট আমবাগানে আম কুড়োনোর সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সোহরাব আলী ভদু নিহত হন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলি ও সদর থানার পরিদর্শক(অভিযান) ইদ্রিস আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।

Exit mobile version