চাঁপাই-রাজশাহী মহাসড়কে মাত্র ৩ ঘন্টায় ৬টি সড়ক দূর্ঘটনা, আহত ১০

333

গোদাগাড়ী উপজেলায় পৃথক ৬ টি সড়ক দূর্ঘটনায় ২ মটরসাইকেল আরোহী, ট্রাক চালক, হেলপার পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে ৭ টা থেকে সকাল ১০ টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী কলেজের পার্শ্বে নিয়ন্ত্রণ হারিয়ে নিজে নিজেই একটি ট্রাক ব্রিজের রেলিংএ ধাক্কা দিলে চালক হেলপারসহ ১ পথচারী আহত হয়। এদিকে, সকাল সাড়ে ৮ টায় উপজেলার মেডিকেল মোড়ে রাজশাহীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তার কিছুক্ষণ পর একটি মটরসাইকেল শহীদ ফিরোজ চত্বরের পার্শ্বে পড়ে যায় সেখানে ২ জন আহত হয়। সকাল পোনে ৯টার সময় উপজেলার বাইপাস ও শাহাবদিপুরের মাঝে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তার কিছুক্ষণ পর সকাল ৯ টায় আরও একটি ট্রাক রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সর্বশেষ সকাল ১০ টায় উপজেলার গোপালপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকটি দুমড়িয়ে মুচড়িয়ে যায়। এসব ঘটনায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।