চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার চাঁপাই মহেষপুর সমিতির অফিস সংলগ্ন মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জাকেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, এলজিইডির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাসেম আলী। অনুষ্ঠানে বার্ষিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।