চাঁপাইনাবগঞ্জে আয়কর মেলার উদ্বোধন

255

“সবাই মিলে দিব কর দেশ হবে স্বনির্ভর ‘সঠিক সময়ে কর দিন উন্নয়নে অংশ নিন” এই প্রতিপাদ্যে ৫ দিনব্যাপি চাঁপাইনাবগঞ্জে আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়মে এই মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক নুরুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, উপ-কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) কর অঞ্চল-রাজশাহী আবু নসর মাহাবুবুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব এরফান আলী, কর আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি এফ কে এম লুৎফর রহমান। উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-১৫ চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ করদাতা হয়েছেন ঠিকাদার মোহাম্মদ সেলিম রেজা, আমদানিকারক শফিকুল হুদা পুলক ও সুবাস মন্ডল। মেলার প্রথম দিনে আয়কর জমা হয়েছে ২১ লক্ষ ৫৬ হাজার ৪২১ টাকা, সেবা গ্রহণ করেছেন ৯৪৬ জন, রির্টান দাখিল হয়েছে ৪৩৩টি ও নতুন ই-টিআইএন নম্বর পেয়েছেন ৩৮ জন।
আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেলা চলবে।