চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ১০টি ভারতীয় মহিষ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ও চোরাচালানকৃত ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ ভোররাত পৌনে ৩টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকার সীমান্তবর্তী একটি মাঠে ভারত হতে চোরাচালানের উদ্দেশ্যে এনে বেঁেধ রাখা মহিষগুলো মালিকবিহীন অবস্থায় খুঁজে পাবার পর জব্দ করে বিজিবি। আজ সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে চরবাগডাঙ্গা বিওপি’র একটি টহলদল নিয়মিত টহল পরিচালনাকালে সাদ্দমের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হতে পারে মর্মে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এ তথ্য পাবার পরপরই টহল দল ওই এলাকায় পৌঁছে অভিযান চালিয়ে সীমান্ত চোরাচালানে আনা ১০টি ভারতীয় মহিষ জব্দ করে। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, জব্দ মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে। বিজিবি সীমান্তে চোরাচালান বন্ধে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানান অধিনায়ক মনির-উজ-জামান।