01713248557

চাঁপাইনবাবঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’– প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক একএেম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সসুপার ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম,সিভিল সার্জন ডা.এসএম মাহমুদুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ ও চাঁপাইনবাবগঞ্জে রহনপুর ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া। স¦াগত বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান।
সভায় বক্তারা মাদকের আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরে একে প্রতিরোধ করতে জোর জনমত তৈরি ও মাদকবিরোধি যুদ্ধে সমাজের সকল শ্রেণী-পেশার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্ব¦ান জানান। সভাশেষে অতিথিরা দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।