01713248557

চাঁপাইনবাবঞ্জে পল্লীবিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

 

বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহকসেবা চালু রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে। আজ সকালে জেলা শহরের নয়াগোলা এলাকায় সমিতির সদর দপ্তরে শুরু হওয়া কর্মবিরতিতে সমিতির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। একই সাথে সমিতির অন্তর্গত সকল জোনাল ও সাব-জোনাল অফিসসমূহেও কর্মসূচী পালন করা হয়। দেশের ৮০টি সমিতির তত্বাবধানকারী পল্ল বিদ্যুতায়ন বোর্ড (আরআইবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যর অভিযোগ এনে ও বৈষম্য অবসানের দাবিতে কর্মসূচী পালন করছে সকল সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সমিতির সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিলিং সহকারী শারমীন আক্তার, লাইনম্যান সাজ্জাদ হোসেন, মিটার রিডার একরামুল ইসলাম, কর্মকর্তা আমিনুল রসুল, সুভন কুমার মহন্ত প্রমুখ। বক্তরা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধীনস্থ সমিতি সমূহের কর্মীদের সাথে যে আচরণ করছে তা অমানবিক ও দূ:খজনক। এ ব্যাপারে বিভিন্নভাবে বারবার প্রতিবাদ করা হলেও কোন লাভ হয় নি। এমনকি বোর্ড প্রধানমন্ত্রী, বিদ্যূৎ বিভাগের নির্দেশনা অমান্য করে দমন ও নিপীড়ন চালাচ্ছে। এসবের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি দেন বক্তরা।

আন্দোলনের বিষয়টি স্বীকার করে সমিতির জিএম ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে একটি সমাধানে আসার জন্য আগামী ৫ জুলাই শুক্রবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ও আরইবি চেয়ারম্যানের সাথে প্রতি সমিতি থেকে একজন করে সমন্বয়কারী নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পল্লী বিদ্যূৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।