চাঁপাইনবাবঞ্জে গণশিক্ষা কার্যক্রম পূনরায় চালুর দাবিতে মানববন্ধন  

চাঁপাইনবাবঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ৮ম পর্যায়ে পূণরায় চালুর দাবিতে এবং উর্ধতণ কর্তৃপক্ষের আশ্বাসে চলমান প্রকল্প সংশ্লিস্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জানুয়ারী’২৫ থেকে প্রাপ্য বেতনÑভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।