চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ঝুঁকিপূর্ণ শুকনো গাছ

168

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ী থেকে সত্রাজিতপুর পর্যন্ত মহাসড়কের পাশে কয়েকটি গাছ শুকিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। গাছগুলোর অনেক অংশ এরই মধ্যে ভেঙে পড়েছে। তবে গাছটির মূল অংশ এখনো দাঁড়িয়ে থাকায় যে কোনো মুহূর্তে ব্যস্ততম এ মহাসড়কের উপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ব্যস্ততম এ মহাসড়ক প্রতিদিন বিভিন্ন যানবাহনে মুখরিত থাকে। যে কোনো যানবাহনের ওপর শুকনো গাছগুলো ভেঙে পড়লে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মাহেন্দ্র চালক সুজন জানান, গত ২২ মে মহাসড়কের বহালাবাড়ী মোড় অতিক্রম করার সময় শুকনা গাছের একটি অংশ তার গাড়ির পেছনে পড়ার শব্দ পেয়ে ভীত হয়ে পড়েন। তারপর থেকেই ভয়ে ভয়ে গাড়ি চালান তিনি। শুধু সুজন নয়, আরো অনেকের দাবি, প্রশাসন যেন দ্রুত মরা গাছগুলো সড়কের পাশ থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, বিষয়টি তিনি খোঁজ নিবেন এবং ঝুঁকিপূর্ণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।