চাঁপাইনবাবগঞ্জ  সীমান্তে আগ্নেয়াস্ত্র,গুলি,মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ১

175

শিবগঞ্জ  ও ভোলাহাট উপজেলায় র‌্যাব ও বিজিবি’র পৃথক ৪টি অভিযানে ১টি ওয়ান শ্যুটারগান,২ রাউন্ড গুলি,১ হাজার ৮২ বোতল ফেনসিডিল,১ বোতল ভারতীয় মদ ও ১৩ বোতল ভারতীয় কালটার বিষ জব্দ হয়েছে। বুধবার (৩আগষ্ট) ও গত মঙ্গলবার(২আগষ্ট) চালানো এসব অভিযানে শিবগঞ্জের সোনামসজিদ জিয়ারপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন কালু(৩০) নামে একজন আটক হয়েছে। চাঁপ্ইানবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের সোনামসজিদ জিয়ারপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের একটি পুকুরের মাঝখানে অভিনব কায়দায় বাঁশের খুঁটির সাথে পানির নীচে বাঁধা ৭৪৫ বোতল ফেনসিডিল জব্দ হয়। এ ঘটনায় হাতেনাতে আটক হয় কালু। গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে বিজিবি’র অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়নের) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন,বুধবার ভোররাত সোয়া ৩টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের দাড়ি তেঘাছিয়া নামক স্থানে অভিযানে ১টি ওয়ান শ্যুটারগান,২ রাউন্ড গুলি ও ৬৯ বোতল ফেনসিডিল জব্দ হয়। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের আজমতপুর সীমান্তের মোল্লাটোলা আমবাগান নামক স্থানে অভিযানে ২৬৮ বোতল ফেনসিডিল জব্দ হয়। এর আগে গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ভোলাহাট সীমান্তের মালচিদারা নামক স্থানে অভিযানে ১ বোতল ভারতীয় দামী মদ ও ১৩ বোতল ভারতীয় কালটার বিষ জব্দ হয়। এসব  ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ও বিজিবি।